খতিয়ান অনুসন্ধান করুন

খতিয়ান হল ভূমির মালিকানা প্রমাণের অন্যতম একটি দলিল যা বাংলাদেশ জরিপ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত জমির বিস্তারিত তথ্যসম্বলিত একটি আনুষ্ঠানিক নথি। জমির খতিয়ানে মালিকের নাম, দাগ নাম্বার, জমির পরিমাণ শতাংশ ইত্যাদি উল্লেখ থাকে। কোন ব্যক্তির নামে কোন কোন দাগে কতটুকু জমি রয়েছে কিংবা কতটুকু বৈধ অংশবিশেষ রয়েছে জানতে হলে অবশ্যই খতিয়ান অনুসন্ধান করতে হবে। বর্তমানে অনলাইনে ই পর্চা ওয়েবসাইটে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করা যায়।

জমি ক্রয় বিক্রয়, জমির বৈধ মালিকানা খুঁজে পেতে হলে খতিয়ান যাচাই করে দেখতে হবে। পূর্বের মতো ভূমি অফিসে গিয়ে আর তল্লাশি করতে হবে না। এবার অনলাইনে dlrms.land.gov.bd ওয়েবসাইট থেকে এবং e khatian মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার মাধ্যমে সার্টিফাইড কপি এর আবেদন করতে পারবেন এবং তা খুবই সাশ্রয়ী।

খতিয়ান দুই প্রকার হয়ে থাকে। সার্ভে এবং নামজারি। ই নামজারি আবেদন করার পরবর্তী সময়ে ই নামজারি যাচাই করে যখন দেখতে পাবেন খতিয়ান প্রস্তুত হয়েছে তখন নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। প্রাথমিকভাবে সকলে সার্ভে খতিয়ান অনুসন্ধান করে ,যা করতে দুইটি জিনিস দরকার হবে।

  • খতিয়ান নং
  • দাগ নং

মূলত পর্চা এর ধরন অনুসারে অনুসন্ধান করতে হয়। একেক ধরনের পর্চা একেক রকমের হয় এবং একেক ধরনের তথ্য থাকে। আপনাকে আপনার পর্চা সঠিকভাবে নির্বাচন করতে হবে। কোন পর্চা দিয়ে কিভাবে যাচাই করবেন তার বিস্তারিত নিয়ম কানুনঃ

পর্চা নামঅনুসন্ধানের নিয়ম
বি আর এসবি আর এস খতিয়ান যাচাই
বি এসখতিয়ান অনুসন্ধান বি এস
সি এসসি এস খতিয়ান অনুসন্ধান
আর এসআর এস খতিয়ান অনুসন্ধান
এস এএস এ খতিয়ান যাচাই
পেটিপেটি খতিয়ান চেক
ডিপিডিপি খতিয়ান অনুসন্ধান

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে প্রয়োজনীয় তথ্য

অবশ্যই প্রাথমিকভাবে দাগ ও খতিয়ান নং জানতে হবে এরপরে ওয়েব সাইটে ভিজিট করে অথবা e khatian mobile app প্রবেশ করে কিছু তথ্য দিয়ে খুঁজতে হবে যেমন-

  • জেলা>বিভাগ>উপজেলা>মৌজা/গ্রাম
  • দাগ নং>খতিয়ান নং/ জমির মালিকের নাম

খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

খতিয়ান অনুসন্ধান করতে ওপেন করতে হবে dlrms.land.gov.bd অথবা ekhatian মোবাইল অ্যাপ্লিকেশন। এর পরে খতিয়ান অপশনটি বাছাই করে নিতে হবে। এরপরে যথাক্রমে খতিয়ানের বিভিন্ন তথ্য টাইপ করতে হবে এবং খুজুন লেখায় ক্লিক করলে খতিয়ান ও দাগের বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যাবে।

বিদ্রঃ ওয়েবসাইট কিংবা অ্যাপের মধ্যে কোন খতিয়ানের তথ্য যদি খুঁজে না পাওয়া যায় সে ক্ষেত্রে উপজেলা ভূমি অফিস কিংবা বিভাগীয় অথবা আঞ্চলিক ভূমি অফিসগুলোতে যোগাযোগ করে দেখতে হবে।

ই পর্চা খতিয়ান অনুসন্ধান – DLRMS.LAND.BD

আপনি প্রথমে কি ধরনের খতিয়ান/পর্চা অনুসন্ধান করতে চান তা বাছাই করে নিতে হবে। এজন্য প্রথমে ভূম মন্ত্রণালয়ের DLRMS ওয়েবসাইট প্রবেশ করে আপনার কাঙ্খিত অপশনটি সিলেক্ট করুন। ধাপে ধাপে নিচে পদ্ধতি দেওয়া হলঃ

  • প্রথমে ভিজিট করুন ভূমি তথ্য বাতায়ন DLRMS ওয়েবসাইট
  • এর পরে খতিয়ান সিলেক্ট করুন- সার্ভে কিংবা নামজারি
  • অতঃপর ধারণা অনুযায়ী প্রথমে বিভাগ> জেলা> উপজেলা
  • তারপরে খতিয়ান/পর্চা এর ধরন সিলেক্ট করুন
  • মৌজা অনুসন্ধান করুন
  • খতিয়ান নম্বর টাইপ অথবা সিলেকশন করুন
  • অথবা অধিকতার অনুসন্ধান থেকে দাগ নম্বর দিয়ে খুঁজুন

আপনি যেই ধরনের পর্চা অনুসন্ধান করতে চান অর্থাৎ বি এস,  সি এস, বি আর এস, আর এস, এস এস, ইত্যাদি যেকোনো ধরনের পর্চা অনুসন্ধান করতে চান সে ক্ষেত্রে সঠিক পর্চা নাম সিলেক্ট করে দিতে হবে

তারপর আপনারা দাগ নং অথবা খতিয়ান নং অথবা মালিকানা নাম দিয়ে সার্ভে বা নামজারি খতিয়ান খুঁজে দেখতে পারবেন। পরবর্তীতে “খুঁজুন” বাটনে ক্লিক করলে আপনাদের দাগ নং ও মালিকানা নাম ইত্যাদি তথ্য দেখা যাবে। আপনি চাইলে এখানে খতিয়ান আবেদন অপশনে ক্লিক করলে সার্টিফাইড খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র ১০০ টাকা প্রদানের মাধ্যমে।


e-khatian মোবাইল অ্যাপ ব্যবহার করে খতিয়ান অনুসন্ধান

ভূমি মন্ত্রণালয় খতিয়ান অনুসন্ধান ওয়েবসাইট ছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে জমির খতিয়ান যাচাই করা যায়। বাংলাদেশ জরিপ বিভাগের মোবাইল অ্যাপ্লিকেশন e khatian । এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে খুব সহজেই আমরা জমির খতিয়ান অনলাইন অনলাইন যাচাই করে নিতে পারব।

Google Play Store থেকে  DLRMS মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন এর পরে যথাক্রমে এপ্লিকেশনটি ইন্সটল করে ওপেন করুন, প্রথমে খতিয়ান সিলেক্ট করে দিতে হবে।

এরপরে উপরের নিয়মানুজি যথাক্রমে বিভাগ জেলা উপজেলা খতিয়ানের ধরন এবং নাম্বার দাগ নম্বর দিয়ে অনুসন্ধান ক্লিক করতে হবে। ভূমি সংক্রান্ত যেকোন সেবার জন্য ১৬১২২ হটলাইন নাম্বারে কল করুন। এটি ভূমি মন্ত্রণালয়ের অফিসিয়াল হটলাইন নাম্বার।

অনুসন্ধান সংক্রান্ত আপনাদের প্রশ্ন সমূহ

অনলাইনে খতিয়ানের তথ্য খুঁজে না পেলে করণীয় কি

ভূমি মন্ত্রণালয়ের অধীনে সমগ্র বাংলাদেশের ভূমি সংক্রান্ত তথ্য অনলাইন করন চলছে, এক্ষেত্রে সমগ্র এলাকার তথ্য একসঙ্গে অনলাইনে নাও পাওয়া যেতে পারে, ভবিষ্যতে এগুলা অনলাইন সংস্করণ হবে, যদি কোন তথ্য অনলাইনে খুঁজে না পাওয়া যায় সে ক্ষেত্রে নিকটস্থ ভূমি অফিসে যোগাযোগ করার অনুরোধ করা গেল

খতিয়ান পর্চা অনুসন্ধান কি?

খতিয়ান পর্চ অনুসন্ধান হলো ভূমির রেকর্ড খুঁজে বের করার প্রক্রিয়া, অর্থাৎ কোন ব্যক্তির নামে রেকর্ডটি বৈধ কিনা ইত্যাদি যাচাই করার জন্য খতিয়ান পর্চা অনুসন্ধান করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির মালিকানা, ভূমি ব্যবহারের ধরন, জমির আয়তন, জমির দাম, ইত্যাদি তথ্য জানা যায়।

নামজারি খতিয়ান কিভাবে দেখব?

সাধারণত নামজারি হলো জমি ক্রয় বিক্রয়কালে জমির মালিকানা নিবন্ধন করে হস্তান্তর নেওয়া। নাম জানি আবেদন করার মাধ্যমে জমির নামজারি হয়ে থাকে এবং এ সময়ে একটি নামজারি খতিয়ান তৈরি হয় যেটা যাচাই করার জন্য eporcha ওয়েবসাইটের নামজারি খতিয়ান অনুসন্ধান পেজে যেতে হবে

অনলাইনে কিভাবে খতিয়ান চেক করব?

অনলাইনে খতিয়ান চেক করতে dlrms.land.gov.bd ওয়েবসাইট থেকে খতিয়ান অপশন থেকে খতিনের বিভিন্ন তথ্য দিয়ে অনুসন্ধান করতে হবে।

খতিয়ান নাম্বার কিভাবে বের করব?

যদি খতিয়ান নাম্বার আপনার জানা না থাকে সেই ক্ষেত্রে মূল খতিয়ানের উপরে খুঁজে দেখবেন একটি নির্দিষ্ট নাম্বার দেয়া থাকবে সেটি হল খতিয়ান নম্বর।

Similar Posts

10 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।