www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করুন
আর এস খতিয়ান হল জমির খতিয়ানের একটি ধরন বা পর্চা। আর এস খতিয়ান অনুসন্ধান , ঘরে থাকা / পুরনো হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আর এস পর্চা কিভাবে খুজে বের করবেন এবং অনলাইন থেকে সার্টিফাইড কপি ডাউনলোড করবেন তার বিস্তারিত।
জমি ক্রয় -বিক্রয় করার ক্ষেত্রে জমির মালিকানা প্রমাণের জন্য আরএস খতিয়ান চেক করে দেখতে পারেন। বর্তমানে ভূমি সেবা ই পর্চা ওয়েবসাইট থেকে দাগ বা খতিয়ান নং দিয়ে আর এস খতিয়ান যাচাই করতে পারবেন। আর এস খতিয়ান অনলাইন চেক করতে হলে খতিয়ান সম্পৃক্ত বেশ কিছু তথ্যের প্রয়োজন হবে যেমনঃ
- বিভাগ
- জেলা
- উপজেলা
- সঠিক মৌজা / জে এল নং
- দাগ/ খতিয়ান নং
আর এস খতিয়ান কি?
আর এস খতিয়ান হলো খতিয়ানের এক বিশেষ ধরণ, বা জমির এক বিশেষ রেকর্ড। এটি শুধুমাত্র খাস জমি রেকর্ড করার জন্য তৈরি করা হয়। অর্থাৎ যে সমস্ত খাস অর্থাৎ কৃষি কিংবা অকৃষি জমি রয়েছে তার রেকর্ড আর এস পর্চায় অন্তর্ভুক্ত করা হয়।
আর এস খতিয়ান, যার পূর্ণরূপ রাইটস সেটেলমেন্ট খতিয়ান। এটি একটি নির্দিষ্ট মৌজার সমস্ত জমির মালিকানার একটি রেকর্ড সম্বলিত নথি। যাকে আর এস পর্চা বলা হয়।
আর এস খতিয়ান অনুসন্ধান পদ্ধতি
আর এস খতিয়ান অনুসন্ধান করতে প্রত্যেক নাগরিককে প্রবেশ করতে হবে dlrms.land.gov.bd ওয়েবসাইটে এবং সার্ভে খতিয়ান অপশনে যেতে হবে। আর এস খতিয়ান সম্পৃক্ত কিছু তথ্য দিয়ে অনুসন্ধান করলে জমির মালিকের নাম খুঁজে পাওয়া যাবে। এর পরে গ্রাহক চাইলে ৫০ টাকা ফি পরিশোধ করে খতিয়ানের সার্টিফিকেট কপি সংগ্রহ করতে পারবেন।
www.land.gov bd আর এস খতিয়ান
সরাসরি প্রথমে ভিজিট করুন dlrms.land.gov.bd অথবা আপনারা চাইলে www land gov bd ওয়েবসাইট থেকে স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ অংশে প্রবেশ করতে পারেন। এরপরে যথাক্রমে সার্ভে খতিয়ান সিলেক্ট করতে হবে , এরপরে ধাপে ধাপে নিচের তথ্য গুলো আপনাকে প্রদান করতে হবে –
- প্রথমে আপনার বিভাগ চয়ন করুন
- এরপরে আপনার জেলা বাছাই করুন
- অতঃপর উপজেলা বাছাই করুন
- এরপরে খতিয়ানের ধরন থেকে অবশ্যই আরএস সিলেক্ট করে দিতে হবে
- পরবর্তীতে সঠিক মৌজা/ কিংবা জে এল নং দিয়ে অনুসন্ধান করে সিলেকশন করতে হবে
- এরপরে সঠিক খতিয়ান নম্বর জানা থাকলে সেটি বসিয়ে দিতে হবে
- খতিয়ান নম্বর জানা না থাকলে দাগ নম্বর কিংবা জমির মালিকের নাম দিয়ে অনুসন্ধান করতে পারবেন। এক্ষেত্রে অধিকতর অনুসন্ধান লেখায় ক্লিক করতে হবে।
আপনার তথ্যের সাথে সার্ভারের তথ্যের মিল থাকলে আরএস খতিয়ান সম্পৃক্ত তথ্যগুলো দেখতে পাবেন। এবার আপনি চাইলে নির্ধারিত ফি পরিশোধ করে সার্টিফাইড খতিয়ান ডাউনলোড করতে পারবেন। আর কোনভাবে আপনার তথ্যগুলো যদি সার্ভারে না মিলে অর্থাৎ আপনার খতিয়ানটি যদি অনলাইনে খুঁজে পাওয়া না যায় সে ক্ষেত্রে স্থানীয় ভূমি অফিসে গিয়ে অনুসন্ধান করে দেখতে পারেন।
Good
Thanks,Kobir Bhai
আমার দাদা ছৈয়দ আহাম্মদ এর জায়গা কত টুক আছে এবং বিক্রি করেছে এবং কত টুক ছেলেদের ভাগ হয়েছিল যদি জানাতেন।
সেটি আমরা কিভাবে জানবো?
assalamu alaikum
amar shosurer puran dhakay kichu jayga ache onno joner dokhole, kintu amra jani na koto tuku jayga kivabe janbo,
এটা জানতে আপনাকে সেটেলমেন্ট অফিসে যেতে হবে
বিভাগ- রাজশাহী, জেলা- নওগাঁ, উপজেলা-রাণীনগর,মৌজা-চককুজাইল,জেল নাম্বার-১২, দাগ না্ম্বার-৩৩৮ এই জমির বিস্তারিত জানতে চাই
বিস্তারিত তথ্য জানতে সেটেলমেন্ট অফিসে যেতে হবে
ame bangladesh sorkarke donnobad janiy
ভাই খতিয়ানে জন্ম নিবন্ধ নাম্বার ও সাক্ষর ভুল থাকলে পরে কোনো সমস্যা হবে
জি
আ এস দাগ নং ৫৩৫৫৫৩৫৬ খতিয়ান নং ১৯৯২ মৌজা আগ্রাবাদ বেপারী পাড়া ২৭ নং ওয়াড। থানা ডবলমুরিং জেলা চট্টগ্রাম। এটা দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছে না এটা কার নামে আছে এটা দেখার জন্য লিখলাম। প্লিজ একটু জানাবেন আমার ফ্যামিলির অনেকে উপকার হবে
জমির পরিমাণ
:
০.৪৭০০ (একর)
মালিকের নাম
:
দং আমির আলী
দাগ নং
:
৫৩৫৫,৫৩৫৬
উক্ত সিস্টেম আমার কাছে অনেক ভালো লেগেছে
খতিয়ান
E-khatian, ok.