নামজারি খতিয়ান অনুসন্ধান করুন
যেসব ব্যক্তিবর্গ ইতিমধ্য ই নামজারি আবেদন করেছিলেন এবং তাদের আবেদনটিও মঞ্জুর হয়েছে, তারা চাইলে তাদের নামে প্রস্তুতকৃত নতুন নামজারি খতিয়ান অনুসন্ধান করে দেখতে পারবে, এবং জানতে পারবে খতিয়ানে তাদের বিভিন্ন উল্লেখিত তথ্য।
জমি ক্রয় করার পরে সেটির মালিকানা নিজের নামে নিবন্ধিত করার জন্য নামজারি আবেদন করতে হয়। বর্তমানে অনলাইন এর মাধ্যমেই আবেদন এবং আবেদনের বর্তমান অবস্থা যাচাই করা যায়। ই নামজারি আবেদন নিষ্পত্তি হওয়ার পরে একজন প্রদত্ত কর্মকর্তা একটি নতুন খতিয়ান তৈরি করেন যেখানে নতুন দখলদার বা মালিকানার তথ্যদি উল্লেখ থাকে। আর এই খতিয়ান কে বলা হয় নামজারি খতিয়ান বা খারিজ খতিয়ান।
আপনি যদি জমি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকেন এবং অলরেডি ই নামজারি আবেদন করে থাকেন এবং সেটা যদি নিষ্পত্তি হয়ে থাকে তাহলে নামজারি খতিয়ান চেক করার মাধ্যমে আপনার জমির নতুন খতিয়ান এবং পূর্বের মালিকানা থেকে আপনার নামে জমি স্থানান্তরিত হয়েছে কিনা খুঁজে দেখতে পারেন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
এজন্য প্রথমেই ভিজিট করুন eporcha.gov.bd ওয়েবসাইটে এবং ট্যাব থেকে নামজারি খতিয়ান সিলেক্ট করুন। এরপরে খতিয়ানের বিভিন্ন তথ্য দিয়ে অনুসন্ধান করুন।
- প্রথমে আপনার বিভাগ>জেলা>উপজেলা বাছাই করুন
- এরপর আপনার সঠিক মৌজা কিংবা জে এল নং বাছাই করুন
- মৌজা সিলেক্ট করার পরে ডান পাশে অনেকগুলো খতিয়ানের তালিকা দেখতে পাবেন
- আপনি যদি খতিয়ান নম্বর জেনে থাকেন তাহলে খতিয়ান নং ঘরে আপনার খতিয়ান নাম্বারটি উল্লেখ করে অনুসন্ধান করুন, অথবা তালিকা থেকে আপনার নামে থাকা খতিয়ানটি সিলেক্ট করুন। এরপরে নিচের মত দেখতে পাবেন
এখানে দেখতে পাবেন পূর্বের জমির দাগ ও খতিয়ান নম্বর , এবং স্থানান্তরিত নতুন খতিয়ান নাম্বার , বিস্তারিত তথ্যের নতুন মালিকের নাম খুঁজে পাওয়া যাবে। নতুন সার্টিফাইড / অনলাইন খতিয়ান সংগ্রহ করার জন্য খতিয়ান আবেদন ডাবল ক্লিক করুন।
- এখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর
- আপনার নাম
- জন্মতারিখ
- মোবাইল নাম্বার
- ঠিকানা
- ক্যাপচা কোড
তথ্যাদি উল্লেখ করে সিলেট করুন আপনি অনলাইন কপি সংগ্রহ করবেন নাকি সার্টিফাইড কপি। এর পরে আপনার সুবিধামতো পেমেন্ট অপশন সিলেক্ট করে পরবর্তী ধাপে গিয়ে ফি পরিশোধ করলে নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলা ইউনিয়ন আড়াই সিধা, স্মার্ট ভুমি সেবা প্রদান করে টাকার বিনিময়ে। একটা খুচরা নকলের জন্য ৩০০ তিন শত টাকা দিতে হয় সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। আতিকুর রহমানের দূর্নীতি অগুনিত টাকা না দিলে খারাপ আচরণ করে। দোকানে বসে ভ্যাপসা করছে ভুমি সেবা কেন্দ্র ৫ পাঁচ মিনিটে ৩০০, তিন শত টাকা লাগবে,
এ বিষয়ে থানায় অভিযোগ করুন
আমার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।আমি কিভাবে নামজারি জানতে পারবো?
জেলা সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে