মৌজা ম্যাপ অনুসন্ধান করুন
এখন থেকে ভূমি মন্ত্রণালয়ের ই পর্চা এবং সেটেলমেন্ট ওয়েবসাইট থেকে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে পারবেন। আপনার নির্ধারিত এলাকার মৌজা অনলাইনে খুঁজে পেলে সেটি নির্ধারিত ফি পরিশোধ করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
বর্তমানে চলছে ভূমি জরিপ, আর এই জরিপের সমস্ত মৌজা অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে। যদিও বর্তমানে সমগ্র দেশের মৌজা ম্যাপ এখন পর্যন্ত আধুনিকরণ অর্থাৎ অনলাইন করুন করা সম্ভব হয়ে ওঠেনি তবে অধিকাংশ এলাকার বি আর এস জরিপ থেকে প্রাপ্ত মৌজা কিংবা আর এস খতিয়ান জরিপ থেকে প্রাপ্ত মৌজা খুঁজে পাওয়া যাচ্ছে। অধিকতর মৌজা ম্যাপ অনুসন্ধান করার জন্য নিকটস্থ ভূমি কিংবা সেটেলমেন্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ করা গেল।
- ভিজিট করুন ই পর্চা মৌজা ম্যাপ ওয়েব সাইটে
- মৌজা ম্যাপ অপশনে ক্লিক করুন
- প্রথমে বিভাগ> জেলা> উপজেলা বাছাই করুন
- সার্ভে টাইপ কিংবা জরিপের ধরন বাছাই করুন ( সর্বশেষ আপনার কাছে কোন জরিপের পর্চা রয়েছে সেই তথ্য অনুযায়ী খুঁজতে হবে এবং দেখতে হবে আপনার চাহিত পর্চা এর জরিপ অনুযায়ী মৌজা ম্যাপ খুঁজে পাওয়া যায় কিনা)
- এরপরে মৌজা কিংবা জেএল নাম্বার টাইপ করে নির্ধারণ করতে হবে
- মৌজা নির্ধারণ করলে ডান পাশে সিট নম্বর গুলো দেখতে পাওয়া যাবে। ( অনেক গুলো সিট নম্বর থাকলে আপনার কাঙ্খিত সিট নাম্বারটি সার্চ বক্সের টাইপ করে অনুসন্ধান করতে হবে)
যদি একটি মৌজা ম্যাপ খুব বড় হয়, তাহলে একটি পৃষ্ঠায় পুরো ম্যাপটি প্রিন্ট করা অসম্ভব। তাই বৃহৎ বড় মৌজা ম্যাপগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, খন্ডনকৃত প্রতিটি পৃষ্টাকে একটি সিট বলা হয়। বর্তমানে, মৌজা ম্যাপে কোন সিটে নির্দিষ্ট জমি রয়েছে তা খুঁজে বের করা সহজ নয়। সাধারণত, প্রতিটি মৌজা ম্যাপে একটি ইউনিক সিট নম্বর থাকে। একটি নির্দিষ্ট মৌজা ম্যাপের সিট নম্বর জানতে হলে আপনাকে সেটেলমেন্ট অফিসে যেতে হবে বা অন্য উপায়ে খুঁজে বের করতে হবে। তবে তবে যে সকল মৌজায় আর,এস জরিপ চলমান রয়েছে, সেখানকার খতিয়ানগুলোতে সিট নম্বর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
নোটঃ উপজেলা সমূহের মৌজা ম্যাপের তালিকা এভাবে অনুসন্ধান করে পেয়ে যেতে পারেন। না পেলে উপজেলা ভূমি অফিসে যেতে হবে
সর্বশেষ জরিপ এবং অন্যান্য জরিপের মৌজা যদি অনলাইনে খুঁজে না পাওয়া যায় সে ক্ষেত্রে সেটেলমেন্ট অফিসে অবশ্যই যেতে হবে। তবে যদি অনলাইনে খুঁজে পাওয়া যায় আপনি চাইলে নির্ধারিত ফি পরিশোধ করে মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন। মৌজা ম্যাপ এর সার্টিফাইড কপি সারাদেশে ডাক যোগে ডেলিভারি পেয়ে যাবেন, এবং অনলাইন পেমেন্ট করতে হবে আপনাকে বিকাশ নগদ কিংবা রকেট অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে।
যথাসময়ে খতিয়ান ডেলিভারি দেয়না অনলাইনে খতিয়ানের জন্য আবেদন করি 8/11/2024 ইংরেজি তারিখে যাহা ডেলিভারি 18/11/2024 একটি দিয়েছে বাকি 6 টি খতিয়ান ডেলিভারি দেয়না অনলাইনে গুলো অনলাইনে থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যথাসময়ে ডেলিভারি দেয়না নোয়াখালী জেলা রেকর্ড রুম ছোট ভাইয়ের নামে আবেদনকৃত
সার্ভার আপগ্রেডিশনের কাজের জন্য একটু লেট হয়েছে বিগত কয়েক দিনে, আশা করি এখন পেয়ে যাবেন