জমির খাজনা চেক করার নিয়ম
করযোগ্য জমি থাকলে অবশ্যই জমির খাজনা দিতে হয়। একজন সাধারণ নাগরিক হিসেবে জমির খাজনা দেওয়া দায়িত্ব এবং কর্তব্য। আর জমির খাজনা কত টাকা দিতে হবে, কত টাকা বকেয়া রয়েছে, এবং খাজনার বিভিন্ন রশিদ সংগ্রহ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ নতুন ওয়েবসাইট ldtax ভিজিট করে পাওয়া যাবে। আজকে দেখাবো ইউনিয়ন পরিষদে না গিয়েই জমির খাতনা চেক করার পদ্ধতি।
শুধুমাত্র জমির খাজনা চেক নয় আপনি চাইলে অনলাইনের মাধ্যমে জমির খাজনা পরিশোধ করতে পারবেন তাও মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে। আজকের আলোচনার মূল বিষয় কিভাবে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা না গিয়েই আপনার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা চেক করা যায় তার বিস্তারিত প্রক্রিয়া।
জমির খাজনা চেক করতে যা যা লাগবে
অনলাইনে জমির খাজনা যাচাই করতে হলে অবশ্যই প্রথমে ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে আপনার একটি একাউন্ট থাকতে হবে। সাধারণত অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে ভূমি মন্ত্রণালয়ের ldtax ওয়েবসাইটে মোবাইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরি করতে হয়।
অতঃপর মেনু থেকে এনআইডি যাচাই করে প্রোফাইলটি ভেরিফাইড করে নিতে হয়। এইটুকু কাজ আপনাকে প্রাথমিকভাবে করতে হবে। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় তা আমরা অলরেডি ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি পোস্টে আলোচনা করেছি।
অনলাইনে খাজনা দেখতে আপনাকে কয়েকটি তথ্য নিশ্চিত করতে হবেঃ
- জমির মালিকানা তথ্য
- জমির খতিয়ান নং
- মৌজা বে জে এল
- খতিয়ান এর প্রিন্ট কপি
- হোল্ডিং নং
জমির খাজনা চেক করার নিয়ম
- প্রথমে ভিজিট করুন ldtax.gov.bd/citizen/register/
- অ্যাকাউন্ট না থাকলে রেজিস্টার করুন, অথবা একাউন্ট থাকলে লগইন করুন
- খতিয়ান অপশনে যান.
- খতিয়ানের তথ্য যুক্ত করুন
- এর পরে হোল্ডিং অপশনে গেলেই খাজনা টাকার পরিমান দেখতে পাবেন
প্রথমত আপনাকে ওয়েব সাইটে ভিজিট করার পর এরকম একটি ইন্টারফেসি নিয়ে আসা হবে। নাগরিক নিবন্ধন, অর্থাৎ আপনার যদি পূর্বের কোন একাউন্ট না থেকে থাকে তাহলে আপনার সকল একটি মোবাইল নাম্বার এবং ক্যাপচা পূরণ করে পরবর্তী পদক্ষেপে যেতে হবে। এরপর প্রোফাইল থেকে আপনার এন আই ডি ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে নিচের মত একটি অপশন দেখা যাবে।
এখানে মেনু থেকে খতিয়ান নামক একটি অপশন দেখা যাবে যেখানে ক্লিক করলে আপনার নতুন খতিয়ান যুক্ত করার অপশন গুলো চলে আসবে। যদি পূর্বেই আপনার একাউন্ট থেকে থাকে এবং খতিয়ান যুক্ত করা থাকে তাহলে এই অপশনে আসার কোন দরকার নেই। এর পরে আপনি খতিয়ানের নিচে হোল্ডিং নামক একটি অপশন দেখা দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে।
হোল্ডিং অপশনে আপনার যুক্ত করা সবগুলো খতিয়ান দেখা যাবে। একদম ডান পাশে ” বিস্তারিত” নামক একটি লিংক দেখতে পাবেন সেখানে গেলেই জমির খাজনার পরিমাণ, জমির স্থান, খাজনা পরশোধ পদ্ধতি খুঁজে পাবেন।
আপনি যদি চান বিগত দিনের আপনার কত বকেয়া রয়েছে সেটি দেখতে তাহলে এই অপশন গুলো থেকে দেখতে পাবেন।
এছাড়াও অনলাইনের মাধ্যমে এ পর্যন্ত পরিশোধিত মোট খাজনার পরিমাণ এবং খাজনার রশিদ গুলো দেখতে হলে আপনাকে দাখিল অপশনে যেতে হবে।
দাখিলা অপশনে গেলে এ পর্যন্ত আপনি কতবার খাজনা দিয়েছেন এবং কত তারিখে দিয়েছেন আর কত টাকা দিয়েছেন তার একটি বিস্তারিত নথি দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে খাজনা রশিদ ডাউনলোড করতে পারেন।
অনলাইন ছাড়াও আপনি চাইলে সরাসরি ভূমি অফিসে গিয়ে আপনার জমির মোট খাজনার পরিমাণ চেক করতে পারবেন।
বিভাগ | ফি |
মুল টপিক | ভুমি উন্নয়ন কর |