কেউ ৬০ বিঘার বেশি জমির মালিক হতে পারবে নাঃ ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন যে দেশে কেউ ৬০ বিঘার বেশি জমি মালিক হতে পারবে না। এমনকি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী একজন ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রেও ৬০ বিঘার বেশি কৃষি জমি পেয়ে থাকে তাহলে ৬০ বিঘার বেশি সে নিজের মালিকানা রাখতে পারবে না।

সরকার কৃষি জমি রক্ষা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে, তিনি ঘোষণা করেছেন যে দেশে কেউ ৬০ বিঘারের বেশি জমি মালিক হতে পারবে না। তিনি আরও বলেছেন যে তিন ফসলি জমিতে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না এবং দুই ফসলি জমিতেও স্থাপনা নির্মাণে নিরুৎসাহিত করা হবে।

মন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ফসলি জমিতে কোন স্থাপনা না করার বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। আগামী সংসদ অধিবেশনে ভূমি অপরাধ আইন, ভূমি পুনর্গঠন ও সংস্কারসহ তিনটি বিল উপস্থাপন করবেন বলে আশা করছেন। এই বিলগুলি জমি মালিকানার বিষয়ে নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে এবং অবৈধ দখল রোধ করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ভূমিমন্ত্রী বলেন, ‘কারও জমি ৬০ বিঘার ওপরে গেলে আমাদের মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। এ ছাড়া পারবে না। যুক্তি দেখাতে হবে, কী কারণে ৬০ বিঘার বেশি। কৃষি জমি প্রতিবছর কমছে এবং দেশের খাদ্য নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে বলে মনে করেন ভূমিমন্ত্রী।

Similar Posts

2 Comments

  1. আসসালামু আলাইকুম,,, ভাইয়া মোজা শীট থেকে দাগ নাম্বার নিয়ে উক্ত দাগের জায়গার মালিকের নাম / তথ্য বের করার উপায় কি একটু জানতে পারি

    1. dlrms.land.gov.bd তে যাবেন এরপরে আপনার বিভাগ জেলা উপজেলা এবং খতিয়ানের ধরন বাছাই করবেন, এরপরে অধিকতর অনুসন্ধান অপশন থেকে দাগ নম্বর টাইপ করবেন তারপর সার্চ করলেই পাওয়া যাবে তথ্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।