এন আইডি নম্বরেই সংযুক্ত থাকবে জমির হিসাব
জমি নিয়ে জনগণকে আর কোনো ভোগান্তিতে পড়তে হবে না জানিয়ে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ভূমি মন্ত্রণালয়কে সম্পূর্ণ আধুনিকায়ন করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জমির সব হিসাব মোবাইলেই পাওয়া যাবে।
প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রের নম্বরের সঙ্গে তাদের জমির সব হিসেবও সংযুক্ত থাকবে। এই প্রক্রিয়াটি চালু হলে কোন নাগরিকের কতটুকু অংশ জমি রয়েছে তা খুব সহজেই বের করা সম্ভব হবে। এবং আশা করা যায় নাম দিয়ে জমির মালিকানা যাচাই করা আর দরকার হবে না। ঠিক যেমনটা ভোটার আইডি কার্ড চেক করা যায় ঠিক তেমন এনআইডি কার্ড নাম্বার দিয়েই জমির হিসাব পাওয়া যাবে।
এতে আন্দাজ করা যায় ভবিষ্যতে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিছু সিস্টেম বা পদ্ধতি অনুসরণ করলেই একজন ব্যক্তি খুব সহজেই তার এনআইডি নাম্বারটি চেক করে দেখতে পারবে তার নামে কতটুকু জমি রয়েছে, অবশ্য কোন ব্যক্তি জমি ক্রয় করার সময় নামজারি করতে তার এন আই ডি নাম্বার ব্যবহার করে, আর এভাবেই এনআইডি নম্বরে উক্ত ব্যক্তির জমির হিসাব সংযুক্ত থাকবে।