ভোগান্তি ছাড়াই ঘরে বসে পাবেন জমির পর্চা, মিলবে ডাকযোগে।

জমির পর্চা তুলতে এখন আর ভূমি রেকর্ড রুমে এসে আবেদন করতে হয় না। দালালের খপ্পরে পড়তে হবে না। অনলাইনে আবেদন কিংবা একটিমাত্র ফোন কলের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে পর্চার কাগজ ঘরেই চলে আসবে।

ডাকযোগে পর্চা পেতেও ১৬১২২ প্রথমে ফোন করতে হবে। এছাড়া অনলাইনে আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাকে land.gov.bd ওয়েবসাইটের ekhatian পেজ থেকে আবেদন অপশনে যেতে হবে।

এরপর জাতীয় পরিচয়পত্রসহ জমির তথ্য দিতে হবে। কল সেন্টারের মাধ্যমে আবেদন করার পর আবেদনকারী তাঁর দেওয়া মোবাইল নম্বরে টোকেন নম্বর পাবেন। ওই নম্বর ব্যবহার করে মোবাইল কিনবা কম্পিউটারের মাধ্যমে ফি দেবেন আবেদনকারী। সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদনকারীকে কোর্ট ফি দিতে হবে ৫০ টাকা

আর ডাকযোগে এই কপি পেতে অতিরিক্ত দিতে হবে ৪০ টাকা। কবে ওই ব্যক্তি কবে পর্চা নিজের নামে পাবেন, সেই তারিখ তাঁর মুঠোফোনে জানিয়ে দেওয়া হবে। পরে ডাক বিভাগের মাধ্যমে পর্চা আবেদনকারীর হাতে এসে পৌঁছাবে।

Similar Posts

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।