ই-নামজারি আবেদন নগদ ক্যাশলেস। অনলাইনে দিতে হবে ফি
নিবন্ধন অফিসে নামধারী আবেদনের ক্ষেত্রে নগদ ক্যাশ টাকা ফি প্রদান করার ভোগান্তি এবার লাঘব হল, এখন বর্তমানে অনলাইনে নামজারি আবেদন করা যাবে এবং নামজারি আবেদনের ফি এ চালান এর মাধ্যমে প্রদান করা যাবে। অর্থাৎ আপনার মোবাইলে নিবন্ধিত মোবাইল ব্যাংকিং সেবা যেমন বিকাশ কিংবা নগদ এর মাধ্যমে ই নামজারি ফি প্রদান করা যাবে।
ই-নামজারি আবেদন ও নোটিশ ফির মতো নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহের ফিও অনলাইনে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফলে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি নগদ অর্থে দেওয়া যাবে না। এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছিল। নামজারির জন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে ১ হাজার ১৭০ টাকার বেশি অর্থ খরচ হবে না বলে সিদ্ধান্ত হয় ভূমি মন্ত্রণালয়ের এক সভায়। এ ছাড়া ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্যও কোন অর্থ নেয়া হবে না।
বর্তমানে ই-নামজারি আবেদন ফি (কোর্ট ফি) ২০ টাকা ও নোটিশ ফির (নোটিশ জারি ফি) ৫০ টাকা আবেদনের সময়ই অনলাইনে দিতে হয়। এর সাথে রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনের মাধ্যমে দিতে হবে , অন্যদিকে ই-নামজারির জন্য ১ হাজার ১৭০ টাকাই অনলাইনে দিতে হবে।