ই নামজারি যাচাই করুন
ই নামজারি আবেদন শেষে আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য ই নামজারি যাচাই করতে হয়। আর বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ই নামজারি পোর্টাল থেকে খুব সহজেই আপনার আবেদন আইডি নাম্বার, এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দিয়ে ই নামজারি আবেদন যাচাই করা যায়।
পূর্বে যখন আপনি বা অন্য কেউ যিনি ই নামজারি আবেদন করেছিলেন, আবেদন শেষে তাকে পেমেন্ট পেইজে একটি আবেদন আইডি নাম্বার প্রদান করা হয়েছিল। এবং উক্ত আইডি নাম্বারটি সংগ্রহ করতে বলা হয়েছিল। নামজারীর সর্বশেষ অবস্থা যাচাই করার জন্য উক্ত আবেদন আইডি নাম্বার ব্যবহার করতে হবে।
ই নামজারি যাচাই
- ই নামজারি আবেদন যাচাই করতে ভিজিট করুন mutation.land.gov.bd
- এরপরে “আবেদনের সর্বশেষ অবস্থা” পেইজে যান
- বিভাগ নির্বাচন করুন,
- ই নামজারি আবেদন আইডি লিখুন
- এবং আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি টাইপ করুন
- নিশ্চয়তা কোড প্রদান করে ” খুঁজুন” বাটনে ক্লিক করতে হবে
নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা শুধুমাত্র ভূমি মন্ত্রণালয়ের mutation পোর্টাল থেকে জানা যাবে, আর এটি যাচাই করার জন্য দ্বিতীয় কোন সার্ভার নাই, তাই প্রথমে ভিজিট করুন mutation.land.gov.bd ওয়েবসাইটে। এরপরে আবেদনের সর্বশেষ অবস্থা ট্যাবে ক্লিক করতে হবে।
এবার এখানে আপনাকে নামজারি আবেদন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যেমন আইডি নাম্বার, জাতীয় পত্র নাম্বার এবং যোগফল নির্ণয় করে ফলাফল অনুসন্ধান করতে হবে। প্রদত্ত তথ্য সঠিক হলে ই নামজারি আবেদন নিষপত্তি হয়েছে কিনা জানা যাবে। অন্যদিকে আবেদন নিষ্পত্তি হলে আপনাকে রেজিস্ট্রেট মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে।
মূলত ই নামজারি আবেদন নিষ্পত্তি হতে সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত সময় লাগতে পারে। নামজারি আবেদন দাখিল করার পরে সহকারী কমিশনার ভূমি এই আবেদনের চূড়ান্ত অনুমোদনের আদেশ প্রদান করেন এবং একজন অফিস সহকারী উক্ত আবেদনের অনলাইন খতিয়ান প্রস্তুত করেন। আবেদন ট্রাকিং থেকে যখন দেখতে পারবেন আপনার আবেদনটি মঞ্জুর হয়েছে তখন উক্ত পেইজে আপনাকে DCR ফি দেয়ার জন্য নির্দেশনা দেওয়া হবে। আর তখন ১১০০ টাকা প্রদান করতে হবে। আপনার খতিয়ান প্রস্তুত হয়ে গেলে অনলাইনে খতিয়ান অনুসন্ধান করে দেখতে পারবেন খতিয়ানে আপনার নামটি খুঁজে পাওয়া যায় কিনা।
অনলাইনে মোবাইল ব্যাংকিং কিংবা ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে ডিসিআর ফি প্রদান করতে পারবেন এবং পরিশোধ শেষে খতিয়ান প্রিন্ট এবং ডিসিআর প্রিন্ট কপি pdf ডাউনলোড করতে পারবেন।
কিউআর কোডযুক্ত (Quick Response Code) অনলাইন ডিসিআর (Duplicate carbon receipt)। এ ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস হতে ছাপানো ডিসিআর-এর সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারযোগ্য হবে। তাই ভূমি অফিসে গিয়ে আলাদা করে ম্যানুয়াল ডিসিআর সংগ্রহ করার প্রয়োজন নেই।
আমার পুরাতন খারিজ বাহার করা দরকার নেকবরআলী মৌজা:রাম নগর.বি আর এস.দাগ.১৭৭৬.১৭৭৭.সেবাক দাগ.৯২৪.৯২৫