দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করুন
জমির দাগ নম্বর কিংবা খতিয়ান নম্বর জানা রয়েছে কিন্তু জমির আসল মালিকানাকে জানেন না? তাহলে আজই দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করুন এবং জেনে নিন জমির অফিসিয়াল মালিক এর তথ্য।
জমির ক্রয়-বিক্রয় কালীন সময়ে জমির মালিকানা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে বিভিন্নভাবে জমির মালিকানা যাচাই করা যায়। আপনি সরাসরি ভূমি অফিসে গিয়েও জমির মালিকানা সম্পর্কিত তথ্য খুঁজে বের করতে পারবেন। এছাড়াও অনলাইনে নাম কিংবা দাগ নং দিয়ে জমির মালিকানা যাচাই করা যাবে।
শুধুমাত্র জমি যাচাই করাই নয় বরং জমির মালিকানা বের করার সাথে সাথে দাগ নাম্বার দিয়ে জমির পরিমাণ পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন।
মালিকানা যাচাই করার ক্ষেত্রে অবশ্যই দাগ নম্বরটি সঠিক হতে হবে, এছাড়াও আপনাকে জমির অবস্থান সম্পর্কে জানতে হবে যেমন মৌজা বা জেএল নম্বর, এবং জমির স্থায়ী ঠিকানা। কয়েকটি মাত্র তথ্য সঠিক থাকলে আপনি খুব সহজেই জমির মালিকানা যাচাই করতে পারবেন।
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে eporcha.gov.bd ওয়েবসাইটের সার্ভে খতিয়ান অপশন থেকে জমির ঠিকানা ও মৌজা উল্লেখ করে “অধিকতর অনুসন্ধান” ক্লিক করতে হবে এরপরে দাগ নম্বর নামের একটি অপশন দেখতে পাবেন সেখানে দাগ নং বসিয়ে দিয়ে অনুসন্ধান করলেই জমির মালিকানা সম্পর্কিত তথ্য পাবেন।
- জমির মালিকানা যাচাই করতে ভিজিট করুন eporcha.gov.bd
- এরপরে সার্ভে খতিয়ান অপশনে যাবেন
- প্রথমে বিভাগ> জেলা> উপজেলা> মৌজা কিংবা জে এল নং সিলেক্ট করুন
- এরপরে ডান পাশের নিচে ” অধিকতর অনুসন্ধান” লেখাটিতে ক্লিক করুন
- এরপরে মালিকের নাম এবং দাগ নম্বর দুটি অপশন দেখতে পাবেন, এখান থেকে দাগ নং অপশনে কাঙ্খিত দাগ নাম্বার টাইপ করুন।
- সবশেষে খুঁজুন বাটনে ক্লিক করলে উক্ত দাগে কোন জমি রয়েছে কিনা কিংবা জমির মালিক কে তা জানতে পারবেন।
এই কাজটি আপনি চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন এজন্য google play store থেকে ekhatian মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী খতিয়ান অনুসন্ধান করবেন।
উক্ত দাগে মোট কতটুকু পরিমাণের জমি রয়েছে এবং এর মালিকানা কে কে এটি জানতে পারবেন খতিয়ান সার্টিফাইড কপি সংগ্রহ করার মাধ্যমে। সার্টিফাইড খতিয়ান কপির সংগ্রহ করতে আপনাকে ১০০ টাকা খরচ করতে হবে। এটি আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ
এটা চেক করতে হলে আপনাকে প্রথমে জমির মালিকানা যাচাই করতে হবে। যা আপনি অনলাইনে মাধ্যমে করতে পারবেন, , এক্ষেত্রে দাগ নম্বর খতিয়ান নম্বর, কিংবা জমির মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারেন
উপরোক্ত পদ্ধতিতে অধিকতর অনুসন্ধানে গিয়ে মালিকানা নামটি বসিয়ে দেবেন এবং অনুসন্ধান বাটনে ক্লিক করবেন তাহলে নাম দিয়ে জমির মালিকানা খুঁজে পাবেন